আসন্ন বিপিএলে কে সামনে রেখে মিরপুরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। গেলো কয়েকদিন আগেই স্টেডিয়ামের সব ভাঙা চেয়ার খুলে ফেলেছে বিসিবি। বসানো হয়েছে নতুন চেয়ার। এবার সেই ভাঙা চেয়ার গুলো সরিয়ে ফেলা হচ্ছে বিসিবি থেকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছে এবারের বিপিএল নিয়ে তাদের পরিকল্পনায় থাকছে অনেক পরিবর্তন। বিপিএলকে এবার বিশ্বের দরবারের আবারো নতুন করে তুলে ধরতে চায় তারা।
তারই ধারাবাহিকতায় বিপিএলের সময়সূচি প্রকাশের সাথে সাথেই বিসিবি বস ফারুক আহমেদ জানিয়েছেন এবারের বিপিএলে তারা কি কি নতুনত্ব আনছেন।
আগামী ৩০শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল। প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের সময়সূচি সপ্তাহের সব দিন ঠিক থাকলেও শুক্রবার সময়ের কিছুটা পরিবর্তন থাকছে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এবার এক নজরে দেখে নিই কবে কার সাথে কার খেলা রয়েছে।