মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামকে আজ থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট। নির্ধারিত সময়ে টস হলে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানান। এদিন সকাল ৯ টায় খেলা শুরু হলেও আবহাওয়া খারাপ হওয়ার কারণে আলো স্বল্পতা দেখা যায়। যে কারণে ফ্লাড লাইট জ্বালিয়েই খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শুরুতে দেখে শুনে খেলা শুরু করলেও লম্বা জুটি গড়তে ব্যার্থ হন। দশ ওভার ৩ বলের সময় দলীয় ২৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সান্টনারের স্পিন ঘূর্ণিতে উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাকির হাসান। ২৪ বল মোকাবেলা করে ৮ রানে সাজঘরের পথ ধরেন এই ওপেনার।
এর এক ওভার পরেই দলীয় সেই ২৯ রানেই সাজঘরে ফিরে যান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ৪০ বল মোকাবেলা করে ১৪ রান করে প্যাটেল এর বলে লাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেনা জয়।
বাংলাদেশ দলের দুই ভরসা নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক ব্যাটিংয়ে আসলে তাদের উপরেই ভরসা ছিলো দলের। কিন্তু এই জুটিও বেশি দূর আগাতে পারেনি। মাত্র ৫ রানেই প্যাটেলের ঘূর্ণিতে আবারো ক্যাচ দিয়েই আউট হয়ে ফেরেন তিনি।
আরেক দিকে অধিনায়ক শান্ত ও ধর্যের পরীক্ষা দিতে ব্যার্থ হন। তিনিও সান্টনারের স্পিন জাদুতে এলবিডাব্লিউ এর ফাঁদে পা দিয়ে ফেরেন। আউট হওয়ার আগে শান্তর ব্যাট থেকে আসে মাত্র ৯ রান।
পরপর উইকেট পরে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ দল। এর পর মুশফিকুর রাহিম ও শাহাদাত হোসাইন কিছুটা ধরে খেলার চেষ্টা করেন।
মিরপুরের চিরো চেনা সমালোচিত পিচে বাংলাদেশ সব সময়ই রাজত্ব করেছে। তবে চট্টগ্রাম টেস্টেও নিউজিল্যান্ড হারের পর তারা বলেছিলো সেই টেস্ট থেকে তারা শিক্ষা নিয়েছে কিভাবে ঢাকা টেস্টে খেলতে হবে। এই টেস্টে নিউজিল্যান্ডকে স্পিন নির্ভরতার দিকেই বেশি নজর দিতে দেখা যায়। যার ফলাফল স্বরূপ বাংলাদেশের ব্যাটারদের সাজঘরে পাঠানোর মূল কাজটা স্পিনাররাই করে দেন।
ঢাকা টেস্টের শুরুর দিনেই আবহাওয়া খারাপ তাই প্রথম দিনেই পিচ থেকে অনেকটা সুবিধা পাচ্ছে স্পিনাররা। তবে এই টেস্ট জিতেই দেশ ছাড়তে চান নিউজিল্যান্ড দল।