মুশফিকের অবিশ্বাস্য লড়াইয়ের পরও ব্যার্থ তার দল জোবার্গ বাফেলোস।
প্রথমে ডারবান কালান্দার্স ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ১২১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও ইউসুফ পাঠানের লড়াইয়ে জয়ের আশা দেখছিলো জোবার্গ বাফেলোস। দলের যখন ১০ বলে ২৯ রান দরকার তখন ব্যাটিংয়ে আসেন মুশফিকুর রাহিম। মুশফিক ১ রান নিয়ে রবি বোপারাকে স্ট্রাইক দেন। ১ রান নিয়ে আবারো স্ট্রাইক মুশফিককে দেন।
শেষ ওভারে তাই জয়ের জন্য ২১ রান প্রয়োজন হয়। প্রথম বলে বোপারা একটি সিঙ্গেল নিয়ে মুশফিককে দেন। মুশফিক পরের ৪ বলে চারটি চার মেরে সবাইকে অবাক করে দেন। মাঠের সব দিকেই মুশফিকের শর্ট দেখা যায়। শেষ বলে দরকার ছিলো আরো একটি চার। কিন্তু সেখানেই বার্থ হয়ে গেলেন মুশফিক।
শেষ বলে একটি সিংগেল নেয়ার কারণে ম্যাচটি হারতে হয় তার দল জোবার্গ বাফেলোসকে। মুশফিক ৬ বল মোকাবেলা করে ৪টি চারের মারে ১৮ রান সংগ্রহ করেন।