আবারো মাঠে আম্পায়ারকে তেড়ে গেলেন সাকিব। তবে এবার ম্যাচ চলাকালীন তিনি বাইরে থাকলেও অন্যায় দেখে মাঠের বাইরে থেকেই মাঠে ঢুকে আম্পায়ারকে চার্য করেন। পরে অবশ্য দুই আম্পায়ার সাকিবকে শান্ত করে মাঠের বাইরে পাঠিয়ে দেন। সাকিব অনেকটা রাগ নিয়েই মাঠ ত্যাগ করেন।
‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’
সাকিব আল হাসানের খেলার মাঠে প্রতিবাদ এখন আর নতুন কিছু না। যখনই মাঠে দৃষ্টিকটুঁ আম্পায়ারিং দেখেন তখনই তিনি কোনো ধরণের বাধা বিপত্তি/ আইন কানুনের কথা চিন্তা না করে তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এর আগেও তাকে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ম্যাচে মাঠেই আম্পায়ারের সাথে তর্ক করতে দেখা যায়।
কথা হচ্ছে সাকিব যে আজ হুট্ করে মাঠে ঢুকে পড়লেন একারণে কি কোনো শাস্তির মুখে পড়তে পারেন তিনি। সে বিষয়ে অবশ্য জানাবে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে আপাত দৃষ্টিতে একজন অধিনায়ক হিসেবে তিনি মাঠে যেকোনো কারণে আম্পয়ারের সাথে কথা বলতে মাঠে প্রবেশ করতেই পারেন। এখানে দোষের কিছু নেই। তবে নিজের রাগ যেনো সাকিব দিনে দিনে আরো হারাচ্ছেন। আগের চাইতেও বেশি এগ্রেশন কাজ করছে তার কাজে কর্মে। এখন দেখার বিষয় বিসিবি এ নিয়ে কি মন্তব্য করে।