মাঠে গড়ালো লঙ্কান প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি জাফনা কিংস আর কলম্বো স্ট্রাইকার্স। জাফনার হয়ে খেলতে গেছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচেই টাইগার দুই তারকা মুখোমুখি লড়াইয়ের অপেক্ষায় ছিলেন সমর্থকরা। তবে হৃদয় জাফনার একাদশে থাকলেও কলম্বোর একাদশে জায়গা হয়নি শরিফুলের।
বাংলাদেশী ব্যাটার তাওহীদ হৃদয় লংকান প্রিমিয়ার লিগে জোফনা কিংস এর হয়ে খেলছেন। প্রথম দিন খেলতে নেমেই তাক লাগিয়ে দিলেন হৃদয়। টুনামেন্টের প্রথম ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হয় জাফনা কিংস। এই ম্যাচে কলম্বো স্ট্রাইকার্স টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় জাফনা কিংসকে। জানফা কিংসের হয়ে দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও নিশান মাদুষ্কা ভালোই ব্যাটিং করছিলেন।
তৃতীয় ওভারেই রাহমানুল্লাহ গুরবাজকে আউট করে ফেরান নাসিম শাহ। ১১ বলে ২১ রান করে ফেরেন গুরবাজ। এর পর চারিথা আসালাঙ্কা ও নিশান মাদুষ্কা সমান ১২ রানে আউট হন। দলের হয়ে সর্বোচ ৫৪ রান করেন তাওহীদ হৃদয়। ৪টি চার ও একটি ৬ এর মারে ৩৯ বলে ৫৪ রান করে ফেরেন হৃদয়। প্রথম ম্যাচেই মাঠে নেমে নিজের জাত চেনালেন হৃদয়। তার দুর্দান্ত শর্ট গুলো দেখে ধারাভাষ্যেকরেরাও হৃদয়কে নিয়ে নানা আলোচনা করেন।
শেষমেশ করুণারত্নের বলে নাসিম শাহের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তাওহীদ হৃদয়।