আন্ডার ১৫ দলকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করাচ্ছেন বাংলাদেশের কোচ সোহেল। সাকিব-তামিমরা যেখানে অনুশীলন করেন সেখানেই অর্থাৎ মিরপুরের একাডেমি মাঠেই অনুশীলন করানো হচ্ছে তাদের।
আজ আন্ডার ১৫ দল যখন অনুশীলন করছিলো তখনই একাডেমিতে অনুশীলন করছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। তাই এই সুযোগ হাতছাড়া করেনি আন্ডার ১৫ দল। কোচ সোহেলের তত্ত্বাবধায়নে তারা নাজমুল হোসেন শান্তর কাছ থেকে দীর্ঘক্ষণ বিভিন্ন ধরনের টিপস নিয়েছেন। গোল হয়ে দাঁড়িয়ে তারা শান্তর কথা শুনছিলেন। এসময় শান্তর ব্যাটিংয়েও বোলার হিসেবে অংশ নিয়েছিলো আন্ডার ১৫ দল।
আন্ডার ১৫ এর এই দলকে নিয়ে সুদূর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তাদেরকেই আগামীর সাকিব-তামিম বানানোর পরিকল্পনা নিয়েই অনুশীলন করাচ্ছে বোর্ড। মাত্র ১৫ বছর বয়সেই বাড়ি ঘর ছেড়ে মিরপুরে অনুশীলনে নেমেছে এই ছেলেরা। এ বিষয়ে কোচ সোহেল এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান একমাত্র মিরপুর একাডেমি মাঠেই সকল সুবিধা পাওয়া যায়।