মিরপুরে আজ সাকিব-তামিমের দেখা মিললো ক্যামেরার একই ফ্রেমে। আফগানদের বিরুদ্ধে ওডিআই সিরিজ সামনে রেখে আজ সকালে বাংলাদেশ দলের প্রস্তুতি ছিলো। মিরপুরের ইনডোর আউটডোরে দেখা মিলেছে ক্রিকেটারদের অনুশীলন করতে। কিন্তু সকলের আলোচনার কেন্দ্রে ছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা দুইক্রিকেটার সাকিব তামিম।
আজ তামিম সাকিবের আগেই মাঠে এসে ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন। কিছুক্ষন পরেই মিরপুরে গাড়ি নিয়ে প্রবেশ করেন সাকিব। এসেই সোজা একাডেমি মাঠে চলে যান। মাঠে ঢুকেই সাকিব চলে যান তামিম ইকবাল যেখানে ব্যাটিং করছিলেন তার পাশের নেটে। সেখানে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ আগেই উপস্থিত ছিলেন। সাকিবের বোলিং অনুশীলনের সকল সরঞ্জামও আগেই প্রস্তুত ছিলো। সাকিব এসেই বলটা হাতে নিয়ে স্ট্যাম্প টার্গেট করে হাত ঘোরাতে থাকেন। এদিন সাকিবের বলে বেশ টার্ন লক্ষ করা যাচ্ছিলো। পাশাপাশি কিছু বোলিংয়ে স্টাম্পও উড়িয়ে দিয়েছেন।
সাকিবের পাশের নেটেই কোচের তত্ত্বাবধায়নে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় বাংলদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে। কিন্তু সাংবাদিকরা অধীর আগ্রহে বসে ছিলেন যেই দৃশ্যটার জন্য সেটারই দেখা মিললো না। আর সেটা হলো দুজন পাশাপাশি নেটে অনুশীলন করলেও কেউ কারো সাথে কথা বলেননি। যেহেতু তামিম ইকবাল আগেই ব্যাটিং শুরু করেছিলেন তাই তার অনুশীলনও আগেই শেষ করে সেখান থেকে চলে যান তামিম।
যেতে যেতে কোচ হাতুরুসিংহের সাথে দেখা হয় তামিমের। সেখানে তিনি কোচের সাথে বেশ কিছু সময় ধরে কথাও বলেন। অবশ্যই ধারণা করা যায় এই আলোচনার বিষয় ছিলো তামিমের ইনজুরির অবস্থা নিয়েই। এর পর সাকিবকে দেখা যায় অনেক সময় বোলিং অনুশীলন শেষ করে ব্যাটিং অনুশীলনে যোগ দিতে।
ব্যাটিং অনুশীলন শেষ হলে সাকিব মাঠ থেকে বের হয়ে বাইরে বের হয়ে আসেন। এসময় তার ঠিক পেছনেই দেখা যায় তামিমকে সাকিব অপেক্ষারত সাংবাদিকদের দেখে হাসি দিয়ে চলে যেতে থাকলে এসময় কিছু ভক্ত সাংবাদিকদের আবদার মিটিয়ে ছবি ও তোলেন। সাকিব তামিম দুজনই আছেন বাংলাদেশের ওয়ানডে দলে তাই দ্রুত দুজনই ইনজুরি কাটিয়ে ফিরতে মরিয়া হয়ে আছেন।