মিরপুর একাডেমি মাঠে আজ দেখা মিললো অন্য এক সাকিবের। অনুশীলনে এসে দেখা হয়ে গেলো পুরোনো বন্ধু আরেক অলরাউন্ডার সাজেদুল ইসলামের সাথে। ২০০৮ সল্ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন তিনি। সময়ের পরিক্রমায় খেলাটা ছেড়ে দিয়েছেন। কিন্তু এখন হয়তো আম্পায়ার হওয়ার চিন্তা ভাবনা করছেন।
বন্ধু সাকিবের সাথে সেই বিষয়েই কথা বলা শুরু করেন সাজেদুল। সাকিবও দিলেন পরামর্শ। আম্পায়ার হতে হলে নিজের সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দিলেন সাকিব। বললেন
সাকিব অনেকটা সময় ধরেই বন্ধু সাজেদুলের সাথে হাসি ঠাট্টা করেন। একই সাথে পুরোনো দিনের স্মৃতিচারণ ও করেন সাকিব। একসময় যখন তারা একসাথে খেলতেন তখন সাজেদুল বোলিং করে কি কি ঘটনা ঘটিয়েছেন সেগুলো আরেক বন্ধু মাহমুদুল্লাহ রিয়াদের কাছে বলেন সাকিব। এসময় সাকিব হাসি যেনো আটকাতে পারছিলেন না।
পুরোনো দিনের কথা গুলো বলতে গিয়ে সাকিবে যেনো কোথায় হারিয়ে গেলেন। নিজে ব্যাটিং প্র্যাক্টিসে যাওয়ার আগে যতটুকু সময় পেলেন বন্ধুর সাথে নানা কথা বললেন সাকিব।
সাকিব শেষ ম্যাচে কুমিল্লার কাছে হারলেন, নিজের ব্যাটেও রান পেলেন না। সেই বিষয়টি মাথায় রেখেই হয়তো আজ অনুশীলনে এসে প্রথমে শারীরিক অনুশীলন সেরে বোলিং প্র্যাক্টিস করেন। সবার যখন অনুশীলন শেষ তার পরেও দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন সাকিব।
তিনি যেহেতু বরিশালের অধিনায়ক তাই কিছুক্ষন পরে পরে অন্যদের অনুশীলনের দিকে নজর রাখার পাশাপাশি কথা বলেছেন কোচদের সাথেও। সাকিবের ব্যাস্ততা দেখে অবাক না হয়ে উপায় নেই। এখনো মাঠে কতটা পরিশ্রমী সাকিব সেটা আপনি তার অনুশীলনের কার্যক্রম না দেখলে বুজতে পারতেন না।
এবারের বিপিএলে সাকিব যেমন ফর্মে আছেন তেমনি ফর্মে আছে তার দল ফরচুন বরিশালও। শিরোপা জয়ের মিশনে সাকিবরা প্রতিনিয়ত করছে নানা পরিকল্পনা। তারই এক অংশ হিসেবে তারা আজ দলে ভিড়িয়েছে সাউথ আফ্রিকার টি২০ স্পেশালিস্ট ক্রিকেটার ডোয়েন প্রিটোরিয়াসকে।