রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে দলে নিয়েছে কুমিল্লা।

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১২ Time View

বরাবরই কুমিল্লা বিপিএলের শেষের দিকে সুপারস্টার ক্রিকেটারদের দলে ভেড়াতে চেষ্টা করে। এবারো তারা তার ব্যাতিক্রম কিছু করছে না। এবার তারা দলে ভিড়িয়েছে দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। এতো ষ্টার প্লেয়ারের মধ্যে কাকে রেখে কাকে খেলবে দলের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন “এটা সত্যি যাদেরকে আমরা আনছি তারা সবাই বড়ো মাপের ১৯/২০ খেলোয়াড়, তাই কাকে ছেড়ে কাকে খেলানো হবে এটা বলা কঠিন, তবে কোচই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে”

এবারের আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুটা ভালো ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তারা প্রথম তিন ম্যাচেই হেরেছিল। অনেকেই দলটির এপিটাফও লিখে ফেলেছিলেন। যদিও সবার ধারণাকে ভুল প্রমাণ করে টানা ৭ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে ইমরুল কায়েসের দল।

অবশ্য প্লে অফের আগে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার চলে যাওয়ায় বিপাকে পড়েছিল দলটি। সেই শূন্যতা পূরণে এবার তারা দলে ভিড়িয়েছে দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। আজ সন্ধ্যায় তারা দলের সাথে যুক্ত হয়ে পরের ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা আছে। সেই সঙ্গে আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে তাদের কথা চলছে বলে জানিয়েছে দলটির সূত্র।

কুমিল্লা দলে ছিলেন পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার। এর মধ্যে একাদশে নিয়মিত খেলেছেন মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ ও নাসিম শাহ। দলে থাকলেও নিয়মিত খেলার সুযোগ পাননি হাসান আলী ও আবরার আহমেদ।

তাদের সবাই ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে বাংলাদেশ ছেড়েছেন। তারা চলে গেলেও কুমিল্লা দলের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার জনসন চার্লস ও চ্যাডউইক ওয়ালটন। তারা বিপিএলের শেষ পর্যন্ত থাকবেন বলেই আশাবাদী কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। শুধু কুমিল্লাই নয় চলে যাওয়া পাকিস্তানিদের শূন্যতা পূরণ অন্য দলগুলোও বিকল্প ক্রিকেটার নিয়ে চমক দেখাচ্ছে।

VIDEO

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today