শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

বিপিএলের স্পন্সর হিসেবে যুক্ত হলো ডাচ বাংলা ব্যাংক।

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

এবার বাংলাদেশের ক্রিকেটের হোম সিরিজের পাশাপাশি বিপিএল-এর প্রধান স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংক, সাথে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ্-বাংলা ব্যাংকেরই দুটি গ্রাহকপ্রিয় সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ। আজ ০৬/১১/২০২৪ বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে লোগো উন্মোচনের মাধ্যমে এ সংবাদ জানানো হয়। তাই বিপিএল-এর এই ১১তম আসরের নাম ‘ডাচ্-বাংলা ব্যাংক বিপিএল টি-টুয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জনাব নাজমুল আবেদিন ফাহিম-সহ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোঃ শিরিন ও বিপিএল-এর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জনাব আফজাল হোসেন।

ডাচ্-বাংলা ব্যাংকের সাথে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক বেশ পুরোনো। বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট আয়োজিত হয়েছিল ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায়। পাশাপাশি দীর্ঘসময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের হোম সিরিজের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংক। এবারই প্রথম বিপিএল আয়োজনে সম্পৃক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক।

প্রেস কনফারেন্সে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রতিনিধিবৃন্দ ডাচ্-বাংলা ব্যাংককে বিপিএল-এ পৃষ্ঠপোষকতা করার জন্য ধন্যবাদ জানিয়ে তরুণ প্রজন্মের সর্বআগ্রহের আসর বিপিএল টি২০ নতুনভাবে, অদম্য উদ্যমে জমকালো আয়োজনে নতুন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের আগ্রহ ও পরিকল্পনায় মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া-সহ সরকারের আরও ৯টি মন্ত্রণালয় ও অন্যান্য স্টেকহোল্ডারদের নিবিড় অংশগ্রহণ ও সহযোগিতায় কিভাবে সম্পন্ন হবে তা ব্যাখা করেন। বিপিএল যেহেতু তারুণ্যের আয়োজন তাই এই আসরে জুলাই বিপ্লবে তারুণ্যের বিজয়ের ছোঁয়ায় বর্ণিল হবে পুরো টুর্নামেন্ট।

উপস্থিত ডাচ্-বাংলা ব্যাংকের প্রতিনিধি বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে দেশের ক্রিকেট উন্নয়নে তাদের সম্পৃক্ততা আরও জোরদারের পাশাপাশি মজবুত ব্যাংকিং ভিত্তি নিয়ে যেমন দেশ ও মানুষের অর্থনৈতিক নিশ্চয়তায় কাজ করছে তেমন দেশের ক্রিকেটের ভিত্তি মজবুত করতেও তাদের কাজ চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।
‘স্পন্সরই আয়োজনের প্রাণ’ একথা জানিয়ে ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে এবারের বিপিএল-এ স্পন্সর প্রতিষ্ঠানকে আরও জমকালো উপস্থাপনে ব্র্যান্ডিংয়ে পেরিমিটার ও সাইড স্ক্রিণে Static Board-এর বদলে LED Board স্থাপনের ঘোষণা দেন যা বিশ্বের সেরা সেরা টুর্নামেন্টগুলোতে দেখা যায়।

উল্লেখ্য ২০১২ সালে শুরু হওয়া টি-টুয়েন্টি ক্রিকেটের জমকালো টুর্নামেন্ট বিপিএল-এর এবার ১১তম আসর। চলবে ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে, খেলবে ৭টি দল। খেলাগুলি সরাসরি দেখা যাবে টিস্পোর্টস, গাজী টিভি, টিস্পোর্টস অ্যাপ ও RabbitholeBd অ্যাপে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today