রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

একাদশে সুযোগ পেলে স্বাভাবিক ব্যাটিংটা করতে চান মাহমুদুল হাসান জয়!

তানভীর আহমেদ
  • Update Time : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৯৮ Time View

ছোটদের বিশ্বকাপ জয়ের নায়কদের এর মধ্যে তিনিও ছিলেন অন্যতম ; বলছি মাহমুদুল হাসান জয় এর কথা। যিনি সর্বশেষ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দলের একজন ব্যাটসম্যান ছিলেন। মাহমুদুল হাসান জয় এবার সুযোগ পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে! এবারের জাতীয় লিগটা তার মোটেই সুখকর ছিল না শুরু থেকে। শুরুটা হয়েছিল শূন্য দিয়ে। তারপর থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন জয় ; পরপর দুই ম্যাচে খেলেছেন ১১২ ও ১২১ রানের অতিমানবীয় ইনিংস।


পাকিস্তানের বিপক্ষে ডাক পাওয়ার পর অসমাপ্ত ম্যাচের প্রথম ইনিংসে করেছিলেন ৮৩ রান এবং দ্বিতীয় ইনিংস না খেলেই যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল এর সাথে। একুশ বছর বয়সি জয় যুব ক্রিকেটে টেস্ট ফরম্যাটে একটা ও পঞ্চাশ ওভার ফরমেটে সেঞ্চুরি রয়েছে চারটা। ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাত্র ছয় ম্যাচে জয় করেছেন দুইটা করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি ; মূলত যার ফলশ্রুতিতে ডাক পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামের টেস্টে!

সেই যখন একজন ক্রিকেটারের ক্রিকেটে হাতে খড়ি শুরু হয় বা এখন যারা বয়স ভিত্তিক দলে খেলতেছে তাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করা! জাতীয় দলের জার্সি গায়ে দেশকে রিপ্রেজেন্ট করা! ঠিক তেমনভাবেই সাদা পোশাকে স্বপ্নপুরন হওয়ায় অনেক খুশি মাহমুদুল হাসান জয়।


পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জয়ের সঙ্গে সুযোগ পেয়েছেন ঘরোয়া লিগে পারফর্ম করা রেজাউর রহমান রাজা। আজ বুধবার বিসিবি কর্তৃক এক ভিডিও বার্তায় মাহমুদুল হাসান জয় বলেছেন : ” আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার। প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। আমি অনেক খুশি। জাতীয় লিগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আমার আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে এইচপি ও এ টিমের প্রস্তুতি ম্যাচেও আমি ভালো একটা ইনিংস খেলেছি। তাই আমি প্রস্তুত আছি, সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য । আসলে তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করবো।

যদিওবা মাহমুদুল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন নাই কিন্তু বর্তমানে যেহেতু তিনি টেস্ট স্কোয়াডে নাই সেহেতু মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় মূল একাদশে মিডল অর্ডারে জায়গা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে জয়ের।

পরিশেষে, একজন দর্শক হিসেবে বা বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী হিসেবে এটাই বলা উচিত যে – মাহমুদুল জয় নতুন করে বাংলাদেশের মিডল অর্ডারে একজন নিয়মিত পারফর্মার হোক, নিয়মিত পারফর্ম করুক!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today