আর মাত্র কয়েকে ঘন্টার অপেক্ষা! তারপর-ই টি-টোয়েন্টিতে নতুন এক বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষা গোটা ক্রিকেট সাম্রাজ্যের!
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভৌগোলিকভাবে প্রতিবেশী দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সবশেষ 2015 ওয়ানডে বিশ্বকাপের পর আবারো একটি রুদ্ধকর ফাইনাল এর সাক্ষী হওয়ার অপেক্ষায় আছে গোটা ক্রিকেট বিশ্ব!
অস্ট্রেলিয়া সর্বশেষ 2010 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। আজকের পূর্বে ওটাই ছিল অজিদের ফাইনাল খেলার প্রথম ও শেষ ঘটনা।
দুবাইয়ের ভূমিতে নামার পূর্বে একটানা পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ পরাজিত হওয়া অস্ট্রেলিয়ার পক্ষে বাজি লাগা জনবলের সংখ্যা নিছক কম ছিল এটা অন্তত বলা যায়।
পরিসংখ্যানের দিক নজর দিলে দেখা যায় – ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে 14 বার। তারমধ্যে অস্ট্রেলিয়া জিতেছে 9টি ম্যাচ, নিউজিল্যান্ড জিতেছে 5 টি।
ফাইনাল মহারণের পূর্বে অজিদের হেডমাস্টার জাস্টিন ল্যাঙ্গার বলেন : ” আমাদের ইতিহাস কত সমৃদ্ধ । এই একটি শিরোপাই শুধু আমাদের অধরা। চক্রটা পূরণ করতে পারলে দারুণ একটা ব্যাপার হবে। তবে সেটা আপনাকে অর্জন করে নিতে হবে । ইতিহাস আপনার হয়ে ব্যাটিং-বোলিং করবে না। আমাদের ক্রিকেট ইতিহাস বেশ পরিপূর্ণ। এমন গৌরবময় ইতিহাস বিশ্বের কোনও ক্রিকেট দলের নাই। তার ভাষ্যমতে ফাইনালে নির্ভীক ও আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। প্রতিদ্বন্দ্বী কিউইদের বিপক্ষে শিরোপা দখলের লড়াইয়ে নামার পূর্বে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বললেন : ” আমরা যদি এই টুর্নামেন্ট জিততে চাই , তাহলে ফাইনালে আমাদের নির্ভীক এবং আক্রমণাত্মকভাবে ব্যাট করতে হবে। “