গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে মিরপুরে অনুশীলন করছিলেন ওয়ানডে অধিনায়ক। দীর্ঘদিন ধরেই মাঠে নেই টপ অর্ডার ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। মোটামুটি সুস্থ হলেও খেলেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু আবারও দুঃসংবাদ শুনতে হলো ক্রিকেট ভক্তদের। পাকিস্তানের বিপক্ষেও ফেরা হচ্ছে না তামিম ইকবাল এর। চোট থেকে সেরে ওঠায় প্রথমে টেনিস বল এবং এরপর ক্রিকেট বলে ব্যাটিংও শুরু করেন। কিন্তু ব্যাথা ও ফোলা কোনোটাই কমছিল না। তাই আবারও এক্স-রে করে দেখেন যে, হাতের আঙুলে নতুন করে চিড় ধরা পড়েছে। নেপালের ফ্রাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে গত ৬ অক্টোবর ব্যাটিংয়ের সময় বাঁহাতে বুড়ো আঙুলে আঘাত পান তামিম।
গণমাধ্যমকে চোটের ব্যাপারে তামিম নিজেই বলেন : ” আগের ফ্র্যাকচারটা ছিল ভেতরের দিকে। ওটা প্রায় সেরে গেছে। কিন্তু আমার আঙুল ফোলা ছিল বাইরের দিকে। সেজন্যই কৌতূহলবশত এক্স-রে করে দেখা গেল, ওপরের দিকে ফ্র্যাকচার আছে। সম্ভবত একসঙ্গেই দুই জায়গায় ফ্র্যাকচার হয়েছিল, আগের এক্স-রেতে ওপরের দিকেরটা ধরা পড়েনি। এখন আবার আঙুলে স্প্লিন্ট লাগানো হয়েছে। আঙুল নড়া-চড়া বন্ধ। আবার পুরো প্রক্রিয়া শুরু। “
অবশ্য চোট কাটানোর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন বলে জানিয়েছেন তিনি। দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে জানান এই ওপেনার। তবে শঙ্কা হচ্ছে অস্ত্রোপচার নিয়ে। যেটি হলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
বিসিবি সূত্র জানিয়েছে : ” তামিম নতুন করে চোটে পড়ায় পাকিস্তান সিরিজেও তার খেলা হচ্ছে না। “
জানা গিয়েছে যে, চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইছেন তামিম। চোট গুরুতর না হলে আগামী মাসেই নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবেন। আর যদি গুরুতর হয় তাহলে তার ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হবে।