সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

দেখে নিন এবারের বিপিএলের অধিনায়ক কারা?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

এবারের বিপিএলের টাইটেল স্পন্সর হলো ইস্পাহানি। আজ বুধবার বিকেলে শেরে বাংলায় এক সংবাদ সম্মেলনে বিসিবি মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভির আহমেদ টিটু জানিয়েছেন, বিপিএলের এবারের আসরের টাইটেল স্পন্সর ‘ইস্পাহানি-টি’।

এছাড়া পাওয়ার্ড বাই থাকবে ‘নগদ’। শেরে বাংলার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সর ইস্পাহানি টি’র জেনারেল ম্যানেজার ওমর হান্নান, নগদ-এর ডিরেক্টর সায়মন ইমরান হায়দার।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের দশম আসর। ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে অংশগ্রহণ করছে ৭ দল। বিপিএলের আসর শুরুর মাত্র দুদিন আগে নিশ্চিত হয়ে গিয়েছে ৭ দলের নেতৃত্বে থাকছেন কারা। নতুন করে এবারের আসরে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্বে মোসাদ্দেক হোসেন সৈকত।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব আবারো পেয়েছেন শুভাগত হোম। এদিকে সাকিব আল হাসানের মত তারকাকে বাদ দিয়ে রংপুর রাইডার্সের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে নতুন মুখ লিটন দাস। ইমরুল কায়েসকে সরিয়ে নতুন করে দায়িত্ব পেয়েছেন এই ওপেনার।

এদিকে খুলনার দায়িত্বে নতুন মুখ আরো একজন। ওপেনার এনামুল হক বিজয়কে দায়িত্ব দিয়েছে দলটি। এদিকে ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে তামিম ইকবালকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফি বিন মুর্তজা।

সবমিলিয়ে এবারের বিপিএলে তিনটি দল ধরে রেখেছে আগের অধিনায়ককে। চট্টগ্রামের শুভাগত হোম, রংপুরের সোহান এবং সিলেটে মাশরাফি টানা দ্বিতীয়বছর অধিনায়ক থাকছেন। আর নতুন অধিনায়ক পাচ্ছে খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজ। এদের মধ্যে তিন দলে পূর্বের অধিনায়ক নেই। একমাত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই আগের অধিনায়ক ইমরুল কায়েস থাকছেন।

এদিন অনুষ্ঠিত হলো বিপিএলের ট্রফির সঙ্গে অধিনায়কদের অফিসিয়াল ফটোশ্যুট। যেখানে ৭ দলের মাঝে ৬ দলেরই অধিনায়ক উপস্থিত ছিলেন। সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফির বদলে ক্যামেরার সামনে এসেছেন মোহাম্মদ মিঠুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today