হঠাৎ হাসান মাহমুদ সিলেট থেকে ফিরেই কেনো সোজা মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করলেন? উত্তরটা জানবো এই ভিডিওতে, বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে পেসাররা দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম হাসান মাহমুদ। প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়ার চেষ্টায় থাকেন এই ক্রিকেটার।
হাসান মাহমুদ বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলের প্রথম সারির একজন বোলার। তিনি যখন ফর্মে থাকেন তখন তার বোলিং থেকে আপনি চোখ সরাতে পারবেন না। কিন্তু যখন তিনি ফর্মে না থাকেন তখনও ইকোনোমিকাল বোলিং দেখা যায় তার কাছ থেকে।
আফগানদের সাথে দুই ম্যাচের টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছিলেন হাসান মাহমুদ। সুযোগ পেয়েই তিন ওভার বল করার সুযোগ পেয়েছেন। কোনো উইকেটের দেখা না পেলেও তিনি দিয়েছেন মাত্র ২০ রান। বোলিং ইকোনোমি ছিল ৬.৬৬।
তাইতো প্রেস কনফারেন্স সাকিবের কণ্ঠে ছিলো হাসান মাহমুদের নাম। এসময় সাকিব বলেন
“আমারতো মনে হয় হাসান মাহমুদ তাসকিনের চাইতে ভালো বল করেছেন “
বাংলাদেশ এই ম্যাচে আফগানদের হারিয়ে সিরিজ জিতে নিয়েছেন। সিরিজ জয়ের পর আজ ঢাকায় ফিরেছেন ক্রিকেটারেরা। ঢাকার এয়ারপোর্ট থেকে সবাই যে যার বাসায় ফিরলেও হাসান মাহমুদ চলে এসেছেন সোজা মিরপুরে। আফগানদের সাথে খেলতে যাওয়ার আগে তিনি তার গাড়ি রেখে গিয়েছিলেন মিরপুরে। তাই এয়ারপোর্ট থেকে সরাসরি মিরপুরে এসে নিজের গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যেই রওয়ানা হন এই পেসার।
সামনেই শুরু হচ্ছেন এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের ক্যাম্প। সব কিছু ঠিক থাকলে অবশ্য সেই কাপ দিয়েই আবারো মিরপুরের মাঠে দেখা যাবে হাসান মাহমুদকে।